ডিভোর্স পার্টির আয়োজনে আলোচনায় ‘সহযাত্রী’

টাইমস রিপোর্ট
2 Min Read
'সহযাত্রী'-তে ফারহান আহমেদ জোভান ও নাজনীন নাহার নিহা। ছবি: সিনেমাওয়ালার সৌজন্যে

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ইউটিউব ফিল্ম ‘সহযাত্রী’। এতে নতুন প্রজন্মের দাম্পত্য টানাপোড়েনকে এক ভিন্ন আঙ্গিকে তুলে ধরা হয়েছে। ১৩ সেপ্টেম্বর সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাওয়া এ ফিল্ম পাঁচ দিনে প্রায় ৪০ লাখ ভিউ পেয়েছে।

গল্পের মূল চরিত্র জয় ও অবনী— সম্পর্কের শুরুতে তাদের প্রেমময় আবেগ দ্রুত ভেঙে যায় অহংকার, ভুল বোঝাবুঝি ও দোষারোপে। ছোটখাটো ঝগড়া বড় দ্বন্দ্বে গড়ায়, শেষ পর্যন্ত তারা ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। আশ্চর্যের বিষয়, বিচ্ছেদকে কেন্দ্র করেই আয়োজন করে ‘ডিভোর্স পার্টির’। আত্মীয়-স্বজনকে দাওয়াত দিয়ে, রিসোর্ট ভাড়া করে এটিকে এক উৎসবে পরিণত করা হয়। এই উল্টো উৎসব যেমন দর্শককে হাসায়, তেমনি অস্বস্তিতেও ফেলে।

ফিল্মটি দাম্পত্যের দ্বন্দ্ব কেবল ব্যক্তিগত নয়, বরং সমাজে সম্পর্ক ভাঙার দ্রুত স্বাভাবিক হয়ে ওঠার প্রতীক। ভালোবাসার মানে কি একসাথে থাকা, নাকি দূরে সরে যাওয়া? এই প্রশ্ন দর্শকের মনে জাগায় ‘সহযাত্রী’। সংলাপগুলো— ‘ভালোবাসা শুধু বলা নয়, প্রতিদিন প্রমাণও দরকার’ কিংবা ‘ত্যাগ ছাড়া ভালোবাসা বাঁচে না”— আলাদাভাবে ছুঁয়ে গেছে দর্শকদের।

জয় ও অবনী চরিত্রে ফারহান আহমেদ জোভান ও নাজনীন নাহার নিহা নতুন প্রজন্মের আবেগ, অভিমান ও অস্থিরতা ফুটিয়ে তুলেছেন দারুণভাবে। তাদের সঙ্গে অভিনয় করেছেন এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনার, সুষমা সরকার, মনিরা মিঠু, শিল্পী সরকার অপুসহ অনেকে।

নাটকে ব্যবহৃত ‘আঘাত’ গানটি গেয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান; সুর-সংগীত করেছেন শাহরিয়ার মার্সেল, কথা লিখেছেন লুৎফর হাসান। চিত্রগ্রহণে রাজু রাজ, সম্পাদনা ও রঙ বিন্যাসে রাশেদ রাব্বি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *