ডাকসু নির্বাচন: প্রচারণায় নোট আকৃতির লিফলেট বিতরণ

টাইমস রিপোর্ট
2 Min Read
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে প্রচারণায় নতুনত্ব। ছবি: সাদিক আল আশফাক/টাইমস

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে প্রচারণায় নতুনত্ব দেখা দিয়েছে। প্রচলিত পোস্টার ও লিফলেটের পরিবর্তে প্রার্থীরা শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন নোটের আদলে তৈরি প্রচারপত্র।

সরেজমিনে দেখা গেছে, এসব কাগজের নোটে প্রার্থীর ছবি, নাম, ব্যালট নম্বর ও ভোট চাওয়ার বার্তা ছাপানো হয়েছে। বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

নির্বাচনে সংসদ নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আরাফাত হোসেন বলেন, ‘আমার প্রচারণা লিফলেট বাংলাদেশি ১ হাজার টাকার নোটের আদলে তৈরি করা। ব্যাংক নোটে সচরাচর যেসব তথ্য থাকে সেখানে আমরা কাস্টমাইজ করে আমার ব্যালট নম্বর, পদের নাম, নিজের নাম ইত্যাদি তথ্য যুক্ত করেছি।

স্যার এফ রহমান হল সংসদ নির্বাচনে ভিপি প্রার্থী নাইমুর রহমানও একই কৌশল ব্যবহার করছেন। তিনি জানান, সাধারণ লিফলেটে শিক্ষার্থীদের আগ্রহ কম থাকায় দৃষ্টি আকর্ষণের জন্য তিনি নোট আকৃতির লিফলেট বানিয়েছেন। তার দাবি, শিক্ষার্থীরা এগুলো বেশি আগ্রহ নিয়ে গ্রহণ করছেন।

তিনি টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘সাধারণ লিফলেট সহজে ফেলে দেওয়া হলেও নোটের মতো লিফলেট অনেকে সংগ্রহে রাখছেন।’

শিক্ষার্থীরা বলছেন, প্রচারণার এই ধরন দেখতে আকর্ষণীয় এবং পকেটে রাখা যায় বলে সুবিধাজনক।

পূর্ববর্তী নির্বাচনে প্রার্থীরা রঙিন পোস্টার, দেয়াললিখন ও সাধারণ লিফলেটের ওপর নির্ভর করলেও এবার নির্বাচন কমিশনের বিধিনিষেধের কারণে প্রচারণার ধরনে পরিবর্তন এসেছে। নোট আকৃতির লিফলেট সেই পরিবর্তনের একটি উদাহরণ হয়ে উঠেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতে, এবার প্রচারণায় ‘ভোট চাওয়ার ধরন’ আগের চেয়ে আলাদা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *