ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ২০২৫ সালের চূড়ান্ত ভোটার তালিকা সবার জন্য প্রদর্শন বন্ধ করা হয়েছে। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়। তবে সংশ্লিষ্ট হল ও দপ্তরের জন্য তালিকা উন্মুক্ত থাকবে।
রোববার ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তার সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে, ডাকসুর ওয়েবসাইটে ভোটারদের ব্যক্তিগত তথ্য প্রদর্শন সীমিত করার দাবিতে হাইকোর্টে রিট করা হয়। একই সঙ্গে যেসব নারী শিক্ষার্থী তাদের ছবি প্রকাশ করতে চান না, তাদের ছবি গোপন রাখার নির্দেশনাও চাওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী–সাবিকুন্নাহার তামান্না, মো. জাকারিয়া, ফাতেমা, তাসনিম ঝুমা ও রেদোয়ান মন্ডল রিফাত হাইকোর্টে এ রিট করেন। তাদের পক্ষে আইনজীবী হিসেবে রয়েছেন ফয়জুল্লাহ ফয়েজ। রিটে বিবাদী করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রধান রিটার্নিং কর্মকর্তাকে।
রিটকারীরা জানিয়েছেন, নারী শিক্ষার্থীদের ছবি অপসারণ এবং বিকল্প হিসেবে রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। তবে কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ায় শেষ পর্যন্ত হাইকোর্টে রিট করতে হয়।
শিক্ষার্থীদের রিটের দিনই চূড়ান্ত ভোটার তালিকা প্রদর্শন বন্ধ করল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।