ঠাকুরগাঁওয়ে ৩০০ বস্তা সারসহ ট্রাক জব্দ

টাইমস রিপোর্ট
1 Min Read
৩শ’ বস্তা সারসহ জব্দ হওয়া ট্রাক। ছবি: ইউএনবি

ঠাকুরগাঁওয়ে ৩০০ বস্তা সারসহ একটি ট্রাক জব্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সারসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। বার্তা সংস্থা ইউএনবি জানায়, ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুরে দেহন ময়দান বাজারে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে ঠাকুরগাঁও জেলা শহর থেকে একটি ট্রাক রায়পুরের দেহন ময়দানবাজার পৌঁছালে ওই ট্রাকের গতিবিধি এলাকাবাসির সন্দেহজনক মনে হয়। ট্রাকটিতে সার রয়েছে বুঝতে পেরে তারা চালক ও সহকারীর কাছে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান। কিন্তু তারা কোনো বৈধ কাগজ দেখাতে না পেরে কৌশলে পালিয়ে যান।

এরপর খবর পেয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা কৃষি কর্মকর্তা পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছে সারসহ ট্রাকটি জব্দ করে নিয়ে যায় থানায়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম বলেন, ‘স্থানীয় লোকজন ফোন করে জানায়, তারা সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে। পরে ঘটনাস্থলে এসে ৩০০ বস্তা সারসহ ট্রাকটি জব্দ করা হয়েছে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান জানান, খবর পেয়ে সারসহ ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *