টেকসই সমাধানে রোহিঙ্গাদের ক্ষমতাশীল কণ্ঠস্বর জরুরি: ইইউ

টাইমস রিপোর্ট
1 Min Read
ইইউ মনে করে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য তাদের শক্তিশালী এবং প্রতিনিধিত্বশীল কণ্ঠস্বর থাকা প্রয়োজন। ছবি: ইউএনবি

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য রোহিঙ্গাদের শক্তিশালী এবং প্রতিনিধিত্বশীল কণ্ঠস্বর থাকা প্রয়োজন বলে মনে করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর পাশাপাশি ঢাকাস্থ ইইউ দূতাবাস এ বিষয়ে নেওয়া উদ্যোগগুলোকে সমর্থন জানায় বলে জানিয়েছে।

বার্তাসংস্থা ইউএনবি জানায়, ঢাকার ইইউ দূতাবাস তাদের ফেসবুক পেজে বুধবার এক বার্তায় ‘স্টেকহোল্ডার্স ডায়ালগ’ অনুষ্ঠানকে ‘উদ্বেগজনক হলেও অনুপ্রেরণামূলক’ হিসেবে বর্ণনা করেছে।

এক বিবৃতিতে দূতাবাস বলেছে, রাজনৈতিকভাবে, মানবিক অর্থায়ন সহায়তার মাধ্যমে, উন্নয়ন সহযোগিতায়, মানবাধিকার লঙ্ঘনের দায়বদ্ধতায় এবং কার্যকর নিষেধাজ্ঞার মাধ্যমে আমরা পাশে আছি। কিন্তু এই সংকটে উদ্ভূত পরিস্থিতি যৌথ পদক্ষেপের জোরালো দাবি রাখে।

সম্প্রতি কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আয়োজিত এ অংশীজন সংলাপে অংশ নেন বাংলাদেশে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। সেখানে তিনি রোহিঙ্গা ও বাংলাদেশের মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

রোহিঙ্গা সংকটের আট বছর পূর্তিতে ঢাকায় আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) সহকারী হাইকমিশনার রাউফ মাজুর মাধ্যমে এক ব্রিফিং সেশনের আয়োজন করে ইইউ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *