টাঙ্গাইলের ভূঞাপুরে বাঁশঝাড় থেকে ঝুলন্ত অবস্থায় মোছাম্মৎ হালিমা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার বাগবাড়ী এলাকায় তাদের পরিত্যক্ত বাড়ির আঙিনায় মরদেহটি উদ্ধার করা হয়।
হালিমা বেগম ওই গ্রামের মৃত জুয়াদ আলীর মেয়ে এবং ঘাটাইল উপজেলার মনহরা গ্রামের আব্দুল লতিফের স্ত্রী। তার তিন সন্তান রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার হালিমা অসুস্থ খালাকে দেখতে বাবার বাড়ি আসেন। পরদিন সকালে বাড়ির পেছনে বাঁশঝাড়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।’