জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ‘জুলাইয়ের বিষাদ সিন্ধু’ শিরোনামে প্রথম ডকুমেন্টারি প্রকাশ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
সোমবার (৭ জুলাই) প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এই তথ্য প্রকাশিত হয়।
এ সংক্রান্ত এক পোস্টে বলা হয়েছে: “বাবার কাঁধে ছেলের লাশ… যে বহন করেছে সেই জানে”- শহীদ মিরাজ হোসেনের বাবা
জুলাইয়ে এমন ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন শত শত বাবা। ফ্যাসিবাদ থেকে মুক্তির সংগ্রামে এভাবে নিরস্ত্র ছাত্র-জনতাকে হত্যা করেছে হাসিনা।
জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ‘জুলাইয়ের বিষাদ সিন্ধু বা Requiems for July Martyrs’ শিরোনামে এমন বেশ কয়েকটি ডকুমেন্টারি তৈরি করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। মর্মস্পর্শী এসব বর্ণনার প্রথম ডকুমেন্টারিটি প্রকাশ হচ্ছে আজ।
এসব তথ্যচিত্রগুলো জুলাই আন্দোলনের ভয়াল দিনগুলোর ইতিহাস সংরক্ষণ করবে এবং পরবর্তী প্রজন্ম সেগুলো দেখেই দেশের প্রতি তাদের দায়বদ্ধতার বিষয়ে আরো সচেতন হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।