জুলাই স্মরণে গ্রাহকদের ফ্রি ইন্টারনেট দেবে বিটিআরসি

টাইমস রিপোর্ট
2 Min Read
জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল দিনে নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন । ছবি: অনিক রহমান/টাইমস

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সরকার ১৮ জুলাই থেকে দেশের সব মোবাইল গ্রাহককে বিনামূল্যে ইন্টারনেট ডেটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বুধবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব মোবাইল অপারেটরকে ১৮ জুলাই এক জিবি ফ্রি ইন্টারনেট ডেটা পাঁচ দিনের মেয়াদে গ্রাহকদের প্রদান করতে হবে।

বিটিআরসি জানায়, ডেটা প্রদানের আগে গ্রাহকদের এ বিষয়ে এসএমএসের মাধ্যমে অবহিত করতে হবে।

এদিন রাতে যুব ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, “জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী ১৮ জুলাই গ্রাহকদের বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট দেওয়ার নির্দেশনা দিয়েছে বিটিআরসি।”

তিনি আরও লেখেন, “কেউ কেড়ে নেবে না ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা”—এই প্রতিশ্রুতির আলোকে বিটিআরসি এ উদ্যোগ নিয়েছে।

বিটিআরসি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই কর্মসূচির সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনের সময় দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট, এবং ১৮ জুলাই রাত থেকে ব্রডব্যান্ড সংযোগ বন্ধ করা হয়। পাঁচ দিন পর ২৩ জুলাই সীমিত আকারে ব্রডব্যান্ড চালু হয় এবং ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট ফিরিয়ে দেওয়া হয়।

এ বছরের কর্মসূচি সেই ঘটনার প্রতিক্রিয়াতেই নেওয়া হয়েছে বলে সরকারি সূত্র জানিয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *