আগামী নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। তা না হলে অতীতের ব্যর্থ নির্বাচনগুলোর পুনরাবৃত্তি ঘটবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেন, ‘জুলাই সনদ যারা মানবে না, তারা জুলাই আন্দোলনের স্টেকের ব্যাপারে বিশ্বাসঘাতকতা করবে।’
শনিবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নে ‘নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে’ তিনি এসব কথা বলেন।
ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে করার দাবি তুলেছে জামায়াতে ইসলামী। এ বিষয়ে মোহাম্মদ তাহের বলেন, ‘পিআর পদ্ধতি নিয়ে সরকার ও নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসতে আমাদের কোন আপত্তি নেই।’
সমাবেশে উপজেলা জামায়াতে আমীর মু মাহফুজুর রহমান, উপজেলা জামায়াতে সেক্রেটারি বেলাল হোসাইন, কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের অধ্যক্ষ সফিকুর রহমান পাটোয়ারী ও ইউনিয়ন জামায়াত নেতা শাখাওয়াত হোসেন শামিম উপস্থিত ছিলেন।