জাতীয় ঈদগাহে হলো পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত

টাইমস রিপোর্ট
3 Min Read
পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিতে মুসুল্লিরা সমবেত জাতীয় ঈদগাহ ময়দানে। ছবি: অনিক রহমান/টাইমস
Highlights
  • ঈদুল আজহায় জামাতে কোটি কোটি মুসল্লি অংশগ্রহণ করে থাকেন দেশের ঈদগাহগুলোতে। তবে সবচেয়ে বড় ঈদগাহ মাঠ হলো কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ। এর পরই রয়েছে দিনাজপুরের গোড় এ শহীদ ময়দান মাঠ।

 

ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে বিশ্বের অনেক দেশের মতো শনিবার সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এটি।

ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিতে জাতীয় ঈদগাহ ময়দানে এসেছে এই শিশুটিও । ছবি: অনিক রহমান/টাইমস

দেশের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে। এদিন সকাল সাড়ে ৭টায় হয় প্রধান জামাত। এতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নামাজ শেষে মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনা করে দোয়া করা হয়েছে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহায় পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে। বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায় এবং পরবর্তী চারটি জামাত যথাক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং বেলা পৌনে ১১টায়।

তবে এবার ঈদের দিনে আবহাওয়া কিছুটা প্রতিকূল থাকার পূর্বাভাস দিয়েছেআবহাওয়া অধিদপ্তর। শনিবার সারাদেশে বৃষ্টির পাশাপাশি তাপমাত্রা বাড়তে পারে।

 

শিশুদের কাছেই ঈদে খুশি বেশি। বারার হাত ধরে  ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিতে জাতীয় ঈদগাহ ময়দানে এসেছে এই শিশুটিও । ছবি: অনিক রহমান/টাইমস

ভৌগলিক অবস্থানের কারণে সৌদি আরবসহ অনেক দেশের একদিন পর বাংলাদেশে পালিত হচ্ছে ঈদুল আজহা। মূলত চন্দ্র মাস জিলহজ্বের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপন করা হয় সারা বিশ্বে। ঈদের আগে সৌদি আরবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ করেন হাজীরা।

এদিন সকল মুসলিমরা সকালেই ঈদের জামাতে নামাজ আদায় শেষে কোরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন। তবে ওজর থাকলে ঈদের তৃতীয় দিন পর্যন্ত কোরবানি করা যায়।

জিলহজ্জ মাসের চাঁদ দেখার ভিত্তিতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতারসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশই ৬ জুন ঈদ উদযাপন করেছে। ভৌগোলিক কারণে কয়েক ঘণ্টা আগে ও পরে ইউরোপ, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়ায়, ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও আফ্রিকার অনেক দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষরা ঈদ উদযাপন করেছেন।

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিতে আসা মুসু্ল্লিদের বৃষ্টিতে পড়তে হয় বিপত্তিতে। ছবি: অনিক রহমান/টাইমস

 

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মরক্কো, মৌরিতানিয়া, ব্রুনেই এবং মালয়েশিয়ায় ঈদ উল আযহা উদযাপিত হচ্ছে শনিবার। তবে বাংলাদেশের কয়েকটি জেলার কিছু জায়গার মুষ্টিমেয় মুসলিম সৌদি আরবের সঙ্গে মিলিয়ে শুক্রবার ঈদুল আজহা উদযাপন করেছেন।

ঈদুল আজহায় জামাতে কোটি কোটি মুসল্লি অংশগ্রহণ করে থাকেন দেশের ঈদগাহগুলোতে। তবে সবচেয়ে বড় ঈদগাহ মাঠ হলো কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ। এর পরই রয়েছে দিনাজপুরের গোড় এ শহীদ ময়দান মাঠ। এসব ঈদগাহে লাখ লাখ মুসল্লি এক সঙ্গে ঈদের জামাতে অংশ নিচ্ছেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *