ইরানে মার্কিন হামলার প্রতিবাদে দেশটির রাজধানী তেহরানের ‘ইনকিলাব স্কয়ারে’ অনুষ্ঠিত বিশাল জনসমাবেশে অংশ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
শনিবার আয়োজিত এই বিক্ষোভে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঐতিহাসিক ইনকিলাব স্কয়ার।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়- বিক্ষোভকারীরা ইরানের জাতীয় পতাকা হাতে ইনকিলাব স্কয়ারে জড়ো হয়েছেন। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তীব্র স্লোগান দেন।
মেহের নিউজের বরাতে জানা গেছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান নিজেই জনতার মাঝখানে উপস্থিত হয়ে তাদের প্রতিবাদে সংহতি জানান।
অনেক বিক্ষোভকারীর হাতে ছিল নানা ধরনের প্ল্যাকার্ড, যেখানে লেখা ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী বার্তা। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল—‘ইরান আমাদের মাতৃভূমি। তার মাটি আমাদের সম্মান, আর তার পতাকাই আমাদের কাফন।’