চুয়াডাঙ্গার দামুড়হুদায় আটটি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে দর্শনা থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়।
এরা হলেন, চুয়াডাঙ্গার দর্শনা থানার নাস্তিপুর গ্রামের আব্দুল মোমিন (৪৯) ও আবুল কালাম আজাদ (৪৭)।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারি পরিচালক মো. হায়দার আলী বলেন, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির একটি দল সীমান্তের ছয়ঘরিয়া এলাকায় গোপনে অবস্থান করছিল। সকাল ৮টার দিকে একটি মোটরসাইকেলে সন্দেহভাজন দুজনকে যেতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় মোটরসাইকেলসহ দুজনই পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে মোমিনের কোমরে বিশেষভাবে লুকানো আটটি স্বর্ণবার জব্দ করা হয়।
তিনি বলেন, ‘ওই দুজন ভারতে পাচারের উদ্দেশে স্বর্ণবার নিয়ে সীমান্তের দিকে যাচ্ছিল। এ বিষয়ে বিজিবির হাবিলদার মিজানুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন।’