চালু হলো বড়পুকুরিয়ার তৃতীয় ইউনিট, লোডশেডিং কমার আশা

টাইমস রিপোর্ট
1 Min Read
বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। ছবি: ভিডিও থেকে নেওয়া

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি আবারও উৎপাদনে ফিরেছে।

বুধবার সন্ধ্যা ৭টা থেকে ইউনিটটি জাতীয় গ্রিডে ১৫০ থেকে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে বলে জানিয়েছেন কেন্দ্রটির প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক।

তিনি জানান, যান্ত্রিক ত্রুটির কারণে গত ২১ জুলাই ভোরে তৃতীয় ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়। একই দিন দুপুর ১টার দিকে ১২৫ মেগাওয়াটের প্রথম ইউনিটটিও বন্ধ হয়ে পড়ে। পরদিন, ২২ জুলাই রাত পৌনে ১২টার দিকে প্রথম ইউনিটটি পুনরায় চালু হয়।

তৃতীয় ইউনিটটি ফের উৎপাদনে আসায় উত্তরাঞ্চলের লোডশেডিং পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা ৫২৫ মেগাওয়াট।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *