পাবনার চাটমোহরে শুরু হতে যাচ্ছে ‘অনূর্ধ্ব-১৭’ খেলোয়াড়দের দীর্ঘমেয়াদী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প।
বুধবার উৎসবমুখর পরিবেশে যাচাই-বাছাই কার্যক্রম উদ্বোধন করা হয়।
চাটমোহর বালুচর খেলার মাঠে কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার এনামুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী।
উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এবং চাটমোহর স্পোর্টস একাডেমির তত্ত্বাবধানে খেলোয়ার যাচাই বাছাই করা হয়। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অনূর্ধ্ব ২০ জাতীয় ফুটবল দলের সাবেক গোলকিপার প্রশিক্ষক রতন আলী, ঢাকার মুগদা সমাজকল্যাণ ক্রীড়া সংসদের প্রধান কোচ শিপন ও জাতীয় দলের সাবেক খেলোয়াড় শমসের আলম।
আয়োজকরা জানান, ৮ থেকে ১২ বছর, ১৩ থেকে ১৪ বছর এবং ১৫ থেকে ১৭ বছর এই তিনটি ক্যাটাগরিতে খেলোয়াড় বাছাই করা হয়। প্রশিক্ষণের সুযোগ পেতে উপজেলার প্রায় সাড়ে চারশ ক্ষুদে খেলোয়াড় বাছাইয়ে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্য থেকে ৮ থেকে ১২ বছর ক্যাটাগরিতে ২৫ জন, ১৩ থেকে ১৪ বছর ক্যাটাগরিতে ৩৪ জন এবং ১৫ থেকে ১৭ বছর ক্যাটাগরিতে ৩১ জন এবং ৫ জন গোলরক্ষক উত্তীর্ণ হয়।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন,‘ বাছাই পর্বে উত্তীর্ণরা বিনামূল্যে প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণ করবে। আগামী ১ জুলাই থেকে মূল প্রশিক্ষণ শুরু হবে। আপাতত দুই মাসব্যাপী এই প্রশিক্ষণ চলবে।’