৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। এই নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের জন্য ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) বাধ্যতামূলক করা হয়েছে। পরীক্ষায় পজিটিভ ফল পাওয়া গেলে প্রার্থিতা বাতিল হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় টেস্টের রিপোর্টও জমা দিতে হবে।
শুক্রবার চাকসুর প্রধান নির্বাচন কমিশনার মুনির উদ্দীন টাইমস অব বাংলাদেশকে জানান, ফর্ম সংগ্রহের সময় প্রার্থীদের একটি স্লিপ দেওয়া হবে। সেটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গিয়ে ডোপ টেস্ট করাতে হবে। প্রায় এক ঘণ্টার মধ্যেই ফল পাওয়া যাবে এবং রিপোর্ট কেবল প্রার্থী নিজেই জানতে পারবেন।
ডোপ টেস্টের জন্য ফি ধরা হয়েছে ৩৭৫ টাকা। এর সঙ্গে কেন্দ্রীয় সংসদের মনোনয়ন ফি ৩০০ টাকা ও হল সংসদের জন্য ২০০ টাকা যোগ হয়ে একজন প্রার্থীর সর্বনিম্ন খরচ হবে ৫৫০ টাকা এবং সর্বোচ্চ ৬৫০ টাকা।
এদিন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্বাচনের আচরণবিধিও প্রকাশ করা হয়। এতে প্রার্থী, ভোটার ও সাংবাদিকদের জন্য ১৭টি নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—মনোনয়নপত্র নেওয়া বা জমা দেওয়ার সময় মিছিল-শোভাযাত্রা করা যাবে না, একজন প্রার্থী সর্বোচ্চ পাঁচজন সমর্থক নিয়ে আসতে পারবেন, প্রচারণা চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত, তবে রাত ৯টার পর মাইক ব্যবহার নিষিদ্ধ ও যানবাহন, ব্যান্ড পার্টি, ঘোড়ার গাড়ি, আলোকসজ্জা বা তোরণ ব্যবহার করা যাবে না। এ ছাড়া নির্বাচনী প্রচারণায় গুজব, মানহানি, সাম্প্রদায়িক বা উসকানিমূলক বক্তব্য কঠোরভাবে নিষিদ্ধ এবং ভোটারদের কোনো প্রকার খাবার, উপহার বা আর্থিক সুবিধা দেওয়া যাবে না।
আচরণবিধি ভঙ্গ করলে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল কিংবা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার পর্যন্ত হতে পারে বলেও আচরণবিধিতে জানানো হয়েছে।
তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ১ সেপ্টেম্বর; আপত্তি জানানোর শেষ সময় ৪ সেপ্টেম্বর। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১১ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বিতরণ হবে ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত, জমা দেওয়ার শেষ সময় ১৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টা। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর, প্রাথমিক প্রার্থীতালিকা প্রকাশ ২১ সেপ্টেম্বর দুপুর ১২টায়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টা, আর চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায়।
ভোট গ্রহণ শেষে গণনা শুরু হবে ১২ অক্টোবর, ফলাফলও সেদিন ঘোষণা করা হবে।
৩৫ বছর পর নির্বাচন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে। প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। নিয়ম অনুযায়ী প্রতিবছর নির্বাচন হওয়ার কথা থাকলেও এত দিনে মাত্র ছয়বার নির্বাচন হয়েছে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। পরবর্তীতে সংঘর্ষ ও অনুকূল পরিবেশ না থাকায় আর নির্বাচন হয়নি।