চাকরি ফিরে পেতে পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে ফের অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ পুলিশের ৪০তম ব্যাচের ৩২১ জন ক্যাডেট এসআই। পুলিশ একাডেমি সারদায় প্রশিক্ষণ চলাকালে ‘শৃঙ্খলাভঙ্গের দায়ে’ তাদের অব্যাহতি দেয়া হয়েছিল।
সোমবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি চলে।
আন্দোলনকারীদের পক্ষে সুুবীর রায় জানান, তিনি উপ-পরিদর্শক পদে প্রশিক্ষণরত অবস্থায় অব্যাহতি পান। চাকরি ফিরে পেতে তারা গত মাসে যখন অবস্থান কর্মসূচি পালন করছিলেন তখন পুলিশ মহাপরিদর্শকের এক প্রতিনিধি তাদের সঙ্গে আলোচনা করেন। লিখিত বক্তব্য নিয়ে তা বিবেচনা করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু পরে আর কেউ যোগাযোগ করেননি।
মানববন্ধনে থাকা দীপিকা চক্রবর্তী বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ছিল সম্পূর্ণ সাজানো নাটক। এক বছর মেয়াদী ট্রেনিং শেষ করে যেখানে আমাদের দেশ ও জাতির সেবা করার কথা ছিল, সেখানে আমাদের চার ধাপে বাতিল করা হয়েছে। মাঠে সময়মতো উপস্থিত না থাকা, জিমনেশিয়াম ক্লাসে অমনোযোগী থাকা ইত্যাদি অভিযোগ তুলে বাদ দেওয়া হয়।’
সে সময়ের ঘটনা উল্লেখ করে দীপিকা আরো বলেন, ‘২১ অক্টোবর ৪৮ জনকে শোকজ করা হয়। এদিন সন্ধ্যায় একাডেমিক ভবনে ক্লাস থাকলেও মেমোরিয়ালে ক্লাস স্থানান্তর করা হয়। পরে ২৪ অক্টোবর তাদের শোকজ প্রদান করে চাকরিতে যোগদানের একদিন আগে অব্যাহতি দেওয়া হয়। সিসি ক্যামেরার আওতাধীন থাকা সত্ত্বেও তা যাচাই করা হয়নি। কোনো তদন্ত কমিটি গঠন না করে এভাবে নিয়োগ বাতিল করা অবৈধ।’
মানববন্ধনে অংশ নেওয়া ক্যাডেট এসআইরা পুলিশ মহাপরিদর্শকের সঙ্গে সরাসরি বিষয়টি নিয়ে আলোচনা করতে চান।
প্রশিক্ষণের শেষ সময়ে অব্যাহতি পাওয়া ক্যাডেট এসআইদের মধ্যে রয়েছেন ২৮৮ জন পুরুষ ও ৩৩ জন নারী।
৩২১ জনের চাকরি ফিরিয়ে দেওয়া হোক