চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ছয় দিন পর কেয়া (২২) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শাহাপাড়া পণ্ডিতপাড়ার বাড়ির পাশের একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কেয়া ওই গ্রামের মির্জা শাহরিয়ার মেয়ে এবং সৌদি প্রবাসী সুমনের স্ত্রী।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম সাকিল আহমেদ বলেন, ‘২৮ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন কেয়া। বুধবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের বিলে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়।’
তিনি আরও বলেন, ‘মরদেহটি অর্ধগলিত হওয়ায় শরীরে আঘাতের কোনো চিহ্ন বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।’