চয়নিকার বিরুদ্ধে পরোয়ানা

টাইমস রিপোর্ট
2 Min Read
চয়নিকা চৌধুরী । ছবি: চয়নিকা চৌধুরীর ফেসবুক

নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মো. বুলবুল ইসলামের আদালত এ আদেশ দেন।

চয়নিকার বিরুদ্ধে প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ বাদী হয়ে মামলাটি করেছেন বলে জানান আইনজীবী আব্দুস সালাম হিমেল।

আদালত সূত্রে জানা যায়, মামলার বাদী প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজের জেরার জন্য দিন ধার্য ছিল মঙ্গলবার। তবে মামলার আসামি চয়নিকা চৌধুরী আদালতে হাজির হননি। তার পক্ষে আইনজীবী সময় চেয়ে আবেদন করেন। তবে আদালত সময়ের আবেদন নামঞ্জুর করেন। একইসঙ্গে তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পাশাপাশি মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৬ জুন দিন ধার্য করেছেন আদালত।

চয়নিকা চৌধুরী । ছবি: চয়নিকা চৌধুরীর ফেসবুক

২০১৩ সালের ১৪ মে মামলাটি দায়ের করেন প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ। ২০১৪ সালের ২ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন চয়নিকা চৌধুরী। এরপর ৭ আগস্ট মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়। ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত নির্মাতার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

মামলা সূত্রে জানা গেছে, রাশেদুল ইসলাম রিয়াজের প্রযোজনায় ‘জীবন সুন্দর হোক’ নাটক পরিচালনায় সম্মতি জানান চয়নিকা চৌধুরী। ২০১২ সালের ২৪ আগস্ট তাদের মধ্যে চুক্তি সই হয়। সেই অনুযায়ী চয়নিকাকে ২ লাখ ৩০ হাজার টাকা সম্মানী দেন প্রযোজক। কিন্তু নির্মাতা পরে নাটকটি তৈরিতে অপরাগতা প্রকাশ করেন। এ কারণে প্রযোজক অর্থ ফেরত চাইলে ২০১২ সালের ৩০ অক্টোবর তাকে ২ লাখ ৩০ হাজার টাকার চেক দেন চয়নিকা। তবে ২০১৩ সালের জানুয়ারিতে চেক নগদায়ন করার অনুরোধ জানিয়ে রাখেন তিনি। পরবর্তী সময়ে প্রযোজক একাধিকবার টাকা নগদায়ন করতে গেলে চেক ডিজঅনার হয়। তাই টাকা ফেরত চেয়ে আইনি নোটিশ পাঠান তিনি। কিন্তু তাতেও কাজ হয়নি। টাকা ফেরত দেননি চয়নিকা। শেষমেষ আদালতে তার বিরুদ্ধে মামলা করেন প্রযোজক।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *