চট্টগ্রামে সবজির বাজারে স্বস্তি, মাছ-মাংসের দাম চড়া

টাইমস রিপোর্ট
2 Min Read
চট্টগ্রাম শহরের বাজারে সবজির দাম নিম্নমুখী হলেও মাছ-মাংসের বাজার ঊর্ধ্বমুখী। ছবি: টাইমস

চট্টগ্রামের বাজারে সবজির দাম কমতে শুরু করেছে, তবে চাপ বেড়েছে মাছ-মাংসের বাজারে। গত এক সপ্তাহে প্রায় সব ধরনের সবজির দাম কেজিপ্রতি ৫–১০ টাকা কমেছে। অন্যদিকে মাছের দাম বেড়েছে কেজিতে ৩০–৫০ টাকা এবং গরুর মাংস বেড়েছে কেজিতে ৫০ টাকা।

শুক্রবার রেয়াজউদ্দীন বাজারে পাইকারিতে কাঁকরোল ৫২ টাকা, বরবটি ৪৫, পেঁপে ১৭, মিষ্টি কুমড়া ৩০, করলা ৬০, কাঁচা মরিচ ১৮০, টমেটো ১৪০ ও শসা ২৮ টাকায় বিক্রি হয়েছে। যা এক সপ্তাহ আগের তুলনায় প্রতিটি সবজিতে ৫–১০ টাকা কম।

খুচরা বাজারে কাঁকরোল ৭০–৮০, বরবটি ৬০–৭০, পেঁপে ২৫–৩০, মিষ্টি কুমড়া ৪০–৪৫, করলা ৮০–১০০, কাঁচা মরিচ ২০০–২৩০, শসা ৪০ এবং টমেটো ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, পর্যাপ্ত সরবরাহ থাকায় সবজির দাম আরও কমতে পারে।

তবে মাছ-মাংসের বাজারে উল্টো চিত্র। শুক্রবার রুই মাছ ৩৫০, পাঙাস ১৮০–২০০, তেলাপিয়া ২২০, সিলভার কার্প ২২০ টাকায় বিক্রি হয়েছে, যা গত সপ্তাহের তুলনায় ৩০–৫০ টাকা বেশি।

মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, সমুদ্রের মাছের সরবরাহ কম থাকায় পুকুরের মাছের চাহিদা বেড়েছে, এতে দামও বেড়েছে।

এদিকে গরুর মাংসের দাম বেড়ে কেজিতে ৯৫০ টাকায় পৌঁছেছে, যা এক সপ্তাহ আগে ছিল ৯০০ টাকা। ব্রয়লার মুরগি কেজিতে ১৭০, সোনালি হাইব্রিড ৩৫০, সোনালি ৩৭০ এবং লাল মুরগি ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে।

ডিমের দাম স্থিতিশীল থাকলেও এক মাস আগে যে বৃদ্ধি পেয়েছিল, সেটি এখনো বহাল রয়েছে। বর্তমানে প্রতি ডজন সাদা ডিম ১৩৫ এবং লাল ডিম ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *