চট্টগ্রামে পেট্রোল বোমায় দগ্ধ দুই নারী

admin
By admin
1 Min Read
চট্টগ্রামে পেট্রোল বোমায় দগ্ধ হয়েছেন দুই নারী। ছবি: ইউএনবি

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ থানার আতুরার ডিপো এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে দুই নারী গুরুতরভাবে দগ্ধ হয়েছেন।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, রবিবার (২০ এপ্রিল) ভোরে নগরীর আতুরার ডিপো চামড়া গুদামের সামনে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন-রাউজান পৌরসভার ছিটিয়াপাড়া শান্তিনগর এলাকার কবির আহমেদের মেয়ে লায়লা বেগম (৫০) এবং জানালী হাট উজির আলী মাঝির বাড়ির বাদশা মিয়ার মেয়ে ঝরনা বেগম (৩০)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অটোরিকশাচালক মো. জমির বলেন, ‘ভোরে অটোরিকশার যাত্রীরা কুতুবদিয়া মালেক শাহ’র দরবারে যাচ্ছিলেন। আতুরার ডিপো এলাকায় এলে কয়েকজন লোক অতর্কিত পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে অটোরিকশায় থাকা পাঁচ যাত্রীর মধ্যে দুজন দগ্ধ হন।

অটোরিকশার সিলিন্ডারের লাইন টেনে ছিঁড়ে দেওয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটেনি। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম আশেক বলেন, ‘সিএনজি অটোরিকশার দুই যাত্রীকে ভোরে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদেরকে ৩৬ নম্বর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।’

এ বিষয়ে জানতে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *