চট্টগ্রামে টিসিবি পণ্যের ট্রাকের চাপায় রঞ্জিত কর্মকার (৭৫) নামে এক স্বর্ণকারের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে নগরের কোতোয়ালি থানাধীন রাজা পুকুর লেন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজা পুকুর লেনে টিসিবি পণ্যের ডিলার মেসার্স রাশেদা এন্টারপ্রাইজের ট্রাকের জন্য সকাল থেকে শতাধিক মানুষ অপেক্ষা করছিলেন। ট্রাক আসার সঙ্গে সঙ্গেই হুড়োহুড়ি শুরু করেন তারা। এ সময় ধাক্কাধাক্কিকে ট্রাকের নিচে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ‘ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা রয়েছেন। আমরা ট্রাকের চালককে আটক করে হেফাজতে রেখেছি।’
তবে, এ বিষয়ে এখনো কোন মামলা দায়ের করা হয়নি। মৃতের পরিবারের সদস্যরা মামলা করবে না বলেও জানিয়েছেন তিনি।