গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সহিংসতায় গুলিবিদ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তিনজন হলেন– সুমন বিশ্বাস (২৫), আব্বাস আলী (৪২) ও রমজান আলী (২৮)। বুধবার রাতে তাদের ঢামেকে আনা হয়।
বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) গিয়ে টাইমস অব বাংলাদেশের প্রতিবেদক তাদের চিকিৎসাধীন অবস্থায় দেখতে পান। তবে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকেরা রোগীদের শারীরিক অবস্থা সম্পর্কে মন্তব্য করতে রাজি হননি।
আহত আব্বাস আলী জানান, ‘আমি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। দুই পক্ষের মধ্যে ‘‘গণ্ডগোল’’ হচ্ছিল। হঠাৎ গুলি লাগে। কার গুলি লেগেছে তা জানি না। পরে একজন আমাকে রাস্তা থেকে তুলে হাসপাতালে নেয়। সেখান থেকে রাতেই আমাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।’

আহত সুমন বিশ্বাস একজন গাড়িচালক। তার ডান হাতে এবং পেটে গুলি লেগেছে বলে পরিবার জানিয়েছে। তার মা নিপা বিশ্বাস বলেন, ‘ঘটনার সময় সুমন কোমল পানীয় বহনকারী গাড়ি চালাচ্ছিল। হঠাৎ গুলিবর্ষণের সময় সে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার পর বিকেলে ঢামেকে নিয়ে আসি।’
সুমন বিশ্বাসের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার টুঙ্গিপাড়া গ্রামে। তার বাবা সুশীল বিশ্বাস। অন্য আহত ব্যক্তি রমজান আলীর অবস্থাও পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গেছে।

আহতদের পরিবারের দাবি, এই গুলিবর্ষণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিক থেকেই এসেছে। তবে পুলিশ এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।