গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চমতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানায় ফায়ার সার্ভিস।
এর আগে সকাল ১০টার দিকে ভবনের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ‘সকাল ১০টা ৩ মিনিটে আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ১১টি ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন কুলিংয়ের কাজ চলছে।’
তিনি আরও জানান, আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
ফায়ার সার্ভিসের তথ্যে জানা যায়, ভবনের পঞ্চম তলায় একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়। এতে অন্যান্য ফ্লোরে থাকা ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের সময় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে ভবনের ভেতরে মাইকিং করে দোকানিদের দ্রুত বেরিয়ে আসার অনুরোধ জানায়। তবে মাইকিংয়ের পরও অনেকে ভবনেই অবস্থান করছিলেন। ভবনের বাইরে উৎসুক জনতার ভিড়ও লক্ষ্য করা গেছে।
সুন্দরবন স্কয়ার মার্কেটে বিভিন্ন ধরনের কাপড় ও পোশাকের দোকান রয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ওইসব দোকান ও গুদামে ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।