গাজার ২৪৫ জন সাংবাদিক হত্যার ঘটনায় রয়টার্সের নীরবতা নিয়ে কানাডিয়ান ফটোসাংবাদিক ভ্যালেরি জিঙ্ক পদত্যাগ করেছেন।
তিনি রয়টার্সের ভূমিকার সমালোচনা করে বলেন, ‘এখন আর তাদের সঙ্গে সম্পর্ক রাখা সম্ভব নয়। কারণ, সংস্থা গাজার সাংবাদিকদের হত্যাকে বৈধতা দিয়েছে এবং সমর্থন করেছে।‘
জিঙ্ক অভিযোগ করেছেন, রয়টার্স গাজার সাংবাদিক আনাস আল-শরীফ এবং আল-জাজিরার ক্রু হত্যার পর ইসরায়েলের ‘বিস্তারিত ভিত্তিহীন দাবি’কে সমর্থন করেছে।
তিনি বলেন, ‘রয়টার্সসহ পশ্চিমা সংবাদমাধ্যমগুলো ইসরায়েলের প্রচারণা ছড়িয়ে দিয়ে সাংবাদিকদের হত্যার ঘটনা আড়াল করেছে।‘
তিনি আরও বলেন, ‘রয়টার্সের সাংবাদিকরা নিজেরাই ইসরায়েলের গণহত্যা থেকে রক্ষা পাচ্ছেন না।‘ তার মতে, গাজার সাংবাদিকদের সাহসিকতার প্রতি সম্মান জানিয়ে পশ্চিমা সংবাদমাধ্যমগুলো তাদের দায়িত্ব পরিত্যাগ করেছে।
এ ছাড়া, গাজার নাসের হাসপাতালে ইসরায়েলের হামলায় রয়টার্সের ক্যামেরাম্যান হোসাম আল-মাসরিসহ ছয় সাংবাদিক নিহত হন। জিঙ্ক বলেন, ‘এটি ছিল ‘ডাবল ট্যাপ’ স্ট্রাইক, যেখানে প্রথমে বেসামরিক স্থাপনা বোমা মারার পর উদ্ধারকর্মী ও সাংবাদিকরা আসলে আবার হামলা করা হয়।‘
বর্তমানে গাজায় সাংবাদিক নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৬ জনে, এবং ২০২৩ থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৬২ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।