মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজা দখলের সম্ভাব্য ইসরায়েলি পরিকল্পনায় যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইসরায়েল যদি গাজা দখল করতে চায়, সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। আমি এখন গাজার মানুষদের খাবার দেওয়ার বিষয়েই ভাবছি, বাকিটা ইসরায়েল ঠিক করবে।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা দখলের পরিকল্পনা করছেন– এমন রিপোর্ট প্রকাশের পর ট্রাম্প এ মন্তব্য করেন। যদিও যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেয়, যা ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর আরও বেড়েছে।
জাতিসংঘ জানিয়েছে, গাজার প্রায় ৮৬ শতাংশ এলাকা ইতোমধ্যে ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণে। সংঘাতের কারণে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়ে খাদ্যসংকট ও অনাহারে ভুগছেন। মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের বিশেষজ্ঞরা এই পরিস্থিতিকে গণহত্যা বলে অভিহিত করেছেন।
জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা মিরোস্লাভ জেঙ্কা সতর্ক করে বলেন, গাজা পুরোপুরি দখল হলে ভয়াবহ পরিণতি ঘটতে পারে। বর্তমানে ত্রাণ সহায়তা কার্যত বন্ধ থাকায় অপুষ্টিতে শিশুমৃত্যু বাড়ছে। মাঝে মাঝে কিছু খাবার পাঠানো হলেও তা যথেষ্ট নয়।
এখন পর্যন্ত গাজার ৬১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং অধিকাংশ অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।