গণতন্ত্রের পথে ‘কালো ছায়া’ দেখছেন মির্জা ফখরুল

টাইমস রিপোর্ট
2 Min Read
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন, অত্যন্ত সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পাঁয়তারা চলছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে তিনি দেখছেন ‘কালো ছায়া’।

মঙ্গলবার বিকেলে বিএনপির এক সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বর্তমানে থাইল্যান্ডের ব্যাংকক রুটনিন আই হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সভায় আয়োজন করে বিএনপি।

এতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে মির্জা ফখরুল বলেন, ‘হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার এবং সত্যিকার অর্থে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠন করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার এ পথে একটি ‘কালো ছায়া’ এসে দাঁড়াচ্ছে। জনগণকে অধিকার থেকে বঞ্চিত করা এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করার পাঁয়তারা শুরু হয়েছে।’

‘একটি মহল বিভাজনের রাজনীতি শুরু করেছে। গোত্রে গোত্রে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে পরস্পরের মুখোমুখি করার ষড়যন্ত্র শুরু হয়েছে। সরকারের মধ্যে তারা কিছু মানুষের অনুপ্রবেশ ঘটিয়েছে। বাংলাদেশকে তারা ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।’

এমন পরিস্থিতিতে দলের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা দেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছে। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছে। প্রায় ১৭০০ নেতাকর্মীকে এনফোর্স ডিজঅ্যাপিয়ারেন্সের মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল। সেই অবস্থা থেকে আজকে একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে, আমরা একটা নতুন বাংলাদেশ নির্মাণ করবো। রুখে দাঁড়াতে হবে যেকোনও ষড়যন্ত্র-চক্রান্তের বিরুদ্ধে।’

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে ২৫ মে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি শুরু হবে বলে সভায় জানানো হয়। এরমধ্যে ২৭ ও ২৮ মে ঢাকায় তারুণ্যের সমাবেশ হবে। ২৯ মে বেলা তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আর ৩০ মে সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন নেতাকর্মীরা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *