ভারতের কন্নড় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অভিনেতা মাঙ্গালুরু দিনেশ মারা গিয়েছেন। সোমবার সকালে ভারতের কুন্দারপুরার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর।
মাঙ্গালুর দিনেশ ব্লকবাস্টার সিনেমা ‘কেজিএফ’-এ সোনার চোরাকারবারি শেট্টির চরিত্রে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিলেন।
এই অভিনেতা মঞ্চনাটক দিয়ে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। পরবর্তীতে চলচ্চিত্রে সহকারি পরিচালক হিসেবে কাজ শুরু করেন। পরে শিল্প নির্দেশক হিসেবেও তিনি প্রায় ২০০টি ছবিতে কাজ করেছেন। পরিচালক ও তার ঘনিষ্ঠ সহযোগী পি. সেশাদ্রি তাকে স্মরণ করে বলেন, “তিনি খুবই প্রাণবন্ত ও রসিক মানুষ ছিলেন। তার মৃত্যু অত্যন্ত দুঃখজনক।”
অভিনেতা হিসেবে দিনেশ বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে—‘উলিদভারু খান্দান্তে’, ‘কিরিক পার্টি’, ‘রকি’, ‘অতিথি’ ও ‘আ দিনাগালু’।
সাম্প্রতিক বছরগুলোতে তিনি কোডাচাদ্রিতে বসবাস করছিলেন, যেখানে তিনি একটি ছোট খামার পরিচালনা করতেন এবং স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।