কুমিল্লায় চোর সন্দেহে কুকুর দিয়ে যুবককে নির্যাতন, গ্রেপ্তার ৩

টাইমস ন্যাশনাল
1 Min Read
কুমিল্লায় যুবককে নির্যাতনের ঘটনায় তিনজন গ্রেপ্তার। ছবি: টাইমস

কুমিল্লার বুড়িচং উপজেলায় চোর সন্দেহে এক যুবকের ওপরে কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার সকালে নগরীর শাকতলা র‍্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি জানান র‍্যাব কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।

এর আগে শুক্রবার রাত ১০টার দিকে বুড়িচং থানাধীন দেবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন-মোহাম্মদ আসমান আলী (২৮), মোহাম্মদ আতিকুল ইসলাম (২৫) ও মোহাম্মদ সেলিম মোল্লা (২৩)।

র‌্যাব জানায়, শুক্রবার দুপুরে চুরির অভিযোগে বুড়িচং থানার দেবপুর সাহাপাড়া এলাকায় স্থানীয় সাকু মিয়ার কারখানায় এক যুবককে আটক করে তার ওপর কুকুর লেলিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে থাকা কয়েকজন সেটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে যায় এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পরপরই গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির সহায়তায় তিনজনকে শনাক্ত করা হয়। পরে শনিবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মেজর সাদমান ইবনে আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আসামিরা। পরে তাদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *