কারামুক্ত নুসরাত ফারিয়ার কৃতজ্ঞতা

টাইমস রিপোর্ট
2 Min Read
অভিনেত্রী নুসরাত ফারিয়া। ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ছাড়া পেয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে তিনি কারাগার থেকে বের হন। তখন সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি এই অভিনেত্রী।

তবে ৪টা ২০ মিনিটে তিনি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিপদের সময়ে যারা পাশে ছিলেন, তাদের উদ্দেশে।

নুসরাত ফারিয়া ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, যারা আমার পাশে ছিলেন। শারীরিক অসুস্থতার জন্য আজ কথা বলতে পারিনি। সুস্থ হয়ে খুব দ্রুত ফিরে আসব আপনাদের মাঝে।’

বাসায় ফিরে আরেকটি স্ট্যাটাসে তিনি লিখেছেন,‘জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম।’

‘আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকি আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন তাদের এই সাপোর্ট, ভালোবাসা আমি আজীবন মনে রাখবো। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না।’

গত রোববার সকালে থাইল্যান্ডে যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। একটি হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। আলোচিত এ অভিনেত্রীর গ্রেপ্তার ও কারাবাস নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়।

মঙ্গলবার সকালে আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার জামিন মঞ্জুর করে কারামুক্তির আদেশ দেন। এরপর আইনী প্রক্রিয়াশেষে বিকেলে তিনি মুক্তি পেয়েছেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *