‘আমি যেই মাপের লোক, আমারে সেই মাপের একটা অস্ত্র দিয়ে ফাঁসাইতি, বুড়া অস্ত্র দিয়া আমার মানসম্মান শেষ করলি’- ফেসবুকে এমন পোস্ট দিয়েছেন লক্ষ্মীপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও কারাবন্দী একেএম ফরিদ উদ্দিন।
সোমবার সন্ধ্যার দিকে ফেসবুকে এ পোস্ট করা হয়। এরই মধ্যে পোস্টটি একবার সংশোধনও করা হয়েছে। পোস্ট দেওয়ার এক ঘণ্টা পর তার মুক্তির দাবিতে পালেরহাট বাজারে বিক্ষোভ মিছিলের ভিডিওর একটি লিংকও ওই আইডি থেকে শেয়ার করা হয়েছে।
এদিকে কারাবন্দী এই যুবদল নেতার ফেসবুক পোস্ট নিয়ে নিয়ে এলাকায় নানা সমালোচনার সৃষ্টি হয়েছে। পোস্টটির শুরুতেই লেখা রয়েছে , ‘সবাই শেয়ার করবেন’।
এরপর কেউ কেউ কমেন্টে লিখেছেন- ‘অস্ত্র দিয়ে কাউকে ফাঁসাতে হলে ভবিষ্যতে আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। মানুষের সম্মানহানি করবেন না প্লিজ’।
লক্ষ্মীপুর জেলা কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) নুর মোহাম্মদ সোহেল বলেন, ‘কারাগারে মোবাইল ব্যবহারের সুযোগ নেই। অস্ত্র মামলায় ফরিদ রিমান্ডে ছিলেন। রোববার তাকে রিমান্ডে নেয় সদর থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে রাতে তাকে কারাগারে পাঠানো হয়।’
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ফরিদ একদিনের রিমান্ডে ছিলেন। দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, ১০ আগস্ট রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালেরহাট এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় যুবদল নেতা ফরিদ উদ্দিনের বাড়িতে অস্ত্র পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। রোববার তাকে কারাগারে পাঠানো হয়। এর আগেও তার বিরুদ্ধে হত্যাসহ ১৪টি মামলা রয়েছে বলে জানা গেছে।