কানাডায় ‘নয়া মানুষ’

টাইমস রিপোর্ট
1 Min Read
'নয়া মানুষ' ছবির একটি দৃশ্যে মৌসুমী হামিদ। ছবি: সংগৃহীত

দেশের সিনেমা হলে গত বছরের ৬ ডিসেম্বর মুক্তি পায় সোহেল রানা বয়াতি নির্মিত ‘নয়া মানুষ’। দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ানো ছবিটি এবার জায়গা করে নিয়েছে কানাডার টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত ‘৮ম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫-এ’।

৫ দিনব্যাপী এ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামী ২৪ থেকে ২৮ আগস্ট ২০২৫ অনুষ্ঠিত হবে। যেখানে ২৮টি দেশের মোট ৪৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে ‘নয়া মানুষ’ প্রদর্শিত হবে ২৫ আগস্ট স্থানীয় সময় রাত ৮টা ৩০ এ।নয়

উৎসবে অংশগ্রহণ প্রসঙ্গে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, ‘নয়া মানুষ চলচ্চিত্রে বাংলাদেশের মানুষের অন্তরের দর্শন তুলে ধরা হয়েছে। প্রান্তিক মানুষ মানবতাবাদের কতটা উচ্চস্থানে বাস করে তা দেখানোর চেষ্টা করেছি। এ আন্তর্জাতিক উৎসবে চলচ্চিত্রটি প্রদর্শিত হওয়া আমাদের জন্য আনন্দ ও গর্বের বিষয়। আমি বিশ্বাস করি, এই ধরনের চলচ্চিত্র ধীরে ধীরে দেশ-বিদেশের চলচ্চিত্রপ্রেমীদের অন্তরে জায়গা করে নেবে।’

আ. মা. ম. হাসানুজ্জামান-এর ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে, মাসুম রেজা’র সংলাপ ও চিত্রনাট্যে নির্মিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশিষ খন্দকার, ঝুনা চৌধুরী, বদরুদ্দোজা, মাহিন রহমান, নিলুফার ওয়াহিদ প্রমুখ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *