দেশের সারা জাগানো ময়মনসিংহে অবস্থিত কলসিন্দুর ফুটবল একাডেমি এবং আইএফআইসি ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
দেশের নারী ক্রীড়ার জগতে এই একাডেমি এক অনুপ্রেরণার নাম, কলসিন্দুর গ্রাম থেকেই বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলে এসেছে ৯ জন খেলোয়াড়। এমনকি, ২০২৪ সালের সাফ চ্যাম্পিয়নশিপেও ছয়জন খেলোয়াড় প্রতিনিধিত্ব করেছেন এই একাডেমি থেকে।
আইএফআইসি ব্যাংকের ময়মনসিংহ শাখায় আয়োজিত বুধবার এক অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলাম।
একাডেমির পক্ষে স্বাক্ষর করেন সভাপতি মালা রাণী সরকার এবং সাধারণ সম্পাদক ও কোচ জুয়েল মিয়া। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন আইএফআইসি ব্যাংকের সেন্ট্রালাইজড রিটেইল মার্কেটিং বিভাগের প্রধান ফারিহা হায়দার। আরো উপস্থিত ছিলেন শেরপুর ডায়বেটিক এসোসিয়েশনের সভাপতি ও সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া এবং ময়মনসিংহ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এ কে এম দেলোয়ার হুসেইন মুকুল।
আইএফআইসি ব্যাংক এর আগেও ২০২৪ সালের অক্টোবর মাসে কলসিন্দুর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করে মেয়েদের হাতে তুলে দেয় ফুটবল, জুতা, জার্সি ও অন্যান্য খেলার সরঞ্জাম।
নতুন এই সমঝোতার মাধ্যমে ব্যাংকটি নিয়মিত পুষ্টিকর খাবার এবং অবকাঠামোগত সহায়তা প্রদান করবে, যাতে এখানকার মেয়েরা অনুশীলনে আরও মনোযোগ দিতে পারে ও আরও সাহস নিয়ে সামনে এগিয়ে যেতে পারে।
রফিকুল ইসলাম বলেন, ‘এই মেয়েরা কেবল খেলোয়াড় নয়, তারা আমাদের ভবিষ্যৎ। তাদের পাশে দাঁড়ানো মানে জাতির ভবিষ্যৎ বিনিয়োগ করা।’
কলসিন্দুর ফুটবল একাডেমির সভাপতি মালা রাণী সরকার বলেন, ‘আইএফআইসি ব্যাংকের এই সহায়তা আমাদের মেয়েদের মনোবল বাড়াবে। তারা এখন আরও বড় স্বপ্ন দেখতে পারবে।’