অশালীন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কর্মস্থল ছেড়েছেন শরীয়তপুরের ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিন। শুক্রবার গভীর রাতে তিনি শরীয়তপুর ত্যাগ করেন বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
এ বিষয়ে জানতে জেলা প্রশাসকের সরকারি মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। নাম প্রকাশ না করার শর্তে জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা ডিসির কর্মস্থল ত্যাগ করার বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
৫৭ সেকেন্ডের ভিডিওটিতে জেলা প্রশাসককে এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়।
ভুক্তভোগী নারী গণমাধ্যমে অভিযোগ করেন, জেলা প্রশাসক আশরাফ তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে তোলেন। যার কারণে তার দাম্পত্য জীবন নষ্ট হয়ে যায়। জোর করে আগের স্বামীর সঙ্গে ডিভোর্স করান। এখন বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছেন। বিয়ের কথা বললে উল্টো হুমকি দেওয়ার অভিযোগ করেন তিনি।
শরীয়তপুর জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, আশরাফ উদ্দিন ২০২৪ সালের ৩ নভেম্বর জেলা প্রশাসক হিসেবে যোগ দেন। তিনি ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধী ট্রাস্টের পরিচালক ছিলেন।
এ ঘটনায় এখন পর্যন্ত প্রশাসনের উচ্চ মহলে আলোচনা থাকলেও কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার খবর পাওয়া যায়নি।