‘কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান’

টাইমস রিপোর্ট
1 Min Read
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার রাজধানীর মতিঝিলে পূবালী ব্যাংক ভবনে কর্মচারী সংঘের সম্মেলনে তিনি এ কথা জানান।

জাহিদ হোসেন বলেন, ‘তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। কয়েক সপ্তাহের মধ্যেই সরাসরি জনগণের মাঝে থাকবেন। তার নেতৃত্বেই দেশের গণতান্ত্রিক আন্দোলন নতুন গতি পাবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিরোধে বিএনপি প্রস্তুত রয়েছে। ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, ‘পতিত স্বৈরাচার পেছনের দরজা দিয়ে এসে জনগণের অধিকার হরণ করার চক্রান্ত করছে। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী নয়, তারাই এই ষড়যন্ত্রে লিপ্ত। তাই আমাদের সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে।’

সংবিধান নিয়ে আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি ‘বেআইনি আবদার’।

তিনি বলেন, ‘সংবিধান ইচ্ছে করলেই ডাস্টবিনে ফেলে দেওয়া যায় না। এটি জনগণের চুক্তি, জনগণের ইচ্ছার প্রতিফলন। তাই আবেগি না হয়ে আমাদের জনআকাঙ্ক্ষাকে সম্মান জানাতে হবে। জনগণের যে প্রত্যাশা, সেটিই আমাদের পথ নির্দেশ করবে।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *