রাজধানীর রাজপথে গভীর রাতে নিজের লেনেই চলছিল ট্রাক। কিন্তু উল্টোপথে এসে পড়ে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিনের গাড়ি। মুখোমুখি হয়ে তার পথ যায় আটকে। এই ‘অপরাধে’ ট্রাকের চালক ও সহকারীকে মারধর করে থানায় আটকে রাখার অভিযোগ উঠেছে।
জানা গেছে, মঙ্গলবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে সায়েন্সল্যাব মোড়ে ওই ঘটনার সূত্রপাত। মারধর ও আটকের শিকার ‘পাঠাও’ কুরিয়ার সার্ভিসের চালক মিলন ও সহকারী সাকিব বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।
পাঠাও সূত্রে জানা যায়, হাজারীবাগের ওয়্যারহাউজ থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রাকালে ঘটে ওই অপ্রীতিকর ঘটনা।
ড্যাশবোর্ডে ভিডিও ক্যামেরার ফুটেজে দেখা যায়, ৩০ কিলোমিটার গতিতে চলা ট্রাকটি হঠাৎ ব্রেক কষে থেমে যায়। এ সময় চালক বলেন, ‘স্যার, আপনার গাড়ি তো উল্টো পথে এসেছে। আমি দেখি নাই, আমার ভুল হয়েছে, সরি।’
এরপরও ওসি মোহসীন গাড়ি থেকে নেমে চালককে মারধর করেন এবং রাত ৩টার দিকে গাড়িসহ তাদের থানায় নিয়ে যান।
‘পাঠাওয়ের’ এক কর্মকর্তার দাবি, ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তারা চালকের কোনো দোষ খুঁজে পাননি। বরং উল্টো পথে এসে ওসি অন্যায়ভাবে চালককে মারধর করেন।
ওসি মোহসীন উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘তিনি একটি গাড়িকে ধাওয়া করছিলেন এবং রাস্তা ‘ক্রস’ করার সময় ‘পাঠাওয়ের’ গাড়িটি সামনে চলে আসে।’
তার দাবি, ‘চালক গাঁজা সেবন করছিলেন’। ওসি বলেন, ‘আমি লাঠি দিয়ে গাঁজা ফেলে দিয়েছি, পরে থানায় নিয়ে এসেছি।’
তবে চালককে মারধর বা তার গাঁজা সেবনের অভিযোগের পক্ষে থানা পুলিশ সাংবাদিকদের কাছে এখনো কোনো তথ্যপ্রমাণ দেখায় নি।