চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের ওয়াকিটকিতে দেওয়া গোপন বার্তা ফাঁসের অভিযোগে গ্রেপ্তার কনস্টেবল অমি দাশকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম এস এম আলাউদ্দীন শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা অমি দাশকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। তবে আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।
অমি দাশ সিএমপির টেলিকম ইউনিটে কর্মরত ছিলেন। সবশেষ তিনি প্রেষণে খুলশী থানায় দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি চট্টগ্রামের পটিয়ায়।
রোববার রাতে তাকে খুলশী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়।
পুলিশ বাহিনীর কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, গত ১২ আগস্ট রাতে কমিশনার ওয়াকিটকিতে মাঠে থাকা কর্মকর্তাদের কিছু নির্দেশনা দেন। সেই বার্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তদন্তে এ ঘটনায় কনস্টেবল অমি দাশের সম্পৃক্ততা পাওয়া যায়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মাহমুদা বেগম বলেন, ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘন করে গোপন বার্তা বাইরে ছড়িয়ে দেওয়াটা গুরুতর অপরাধ। তদন্তের ভিত্তিতেই অমি দাশকে গ্রেপ্তার করা হয়েছে।’