ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দিল জামায়াত

টাইমস রিপোর্ট
1 Min Read
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দেন জামায়াত নেতারা। ছবি: টাইমস
Highlights
  • কয়েকটি রাজনৈতিক দল মনে করছে, নারী আসনসহ বেশ কয়েকটি বিষয়ে কমিশনের সঙ্গে মতানৈক্য হওয়ায় আলোচনার প্রথম পর্যায়ে জামায়াত যোগ দেয়নি।

অবশেষে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বুধবার অংশ নিয়েছে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।

বুধবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়। জামায়াতের প্রতিনিধিদের মধ্যে রয়েছেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি এএইচএম হামিদুর রহমান আজাদ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

মঙ্গলবারই জামায়াত নেতারা ঐকমত্য কমিশনের বৈঠক ‘বয়কট’ করেছিলেন। ওই  বৈঠকে অংশ না নেওয়ার প্রশ্নে রফিকুল ইসলাম খান বলেন, ‘কারণটা পরে বলব, এখন নয়।’

এদিকে, কয়েকটি রাজনৈতিক দল মনে করছে, নারী আসনসহ বেশ কয়েকটি বিষয়ে কমিশনের সঙ্গে মতানৈক্য হওয়ায় আলোচনার প্রথম পর্যায়ে জামায়াত যোগ দেয়নি।

বুধবারের বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে, আগের অসমাপ্ত আলোচনা সমাপ্তিকরণ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) ও রাষ্ট্রপতি নির্বাচন।

চলমান বৈঠকে বিএনপিসহ এনসিপি, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ অন্য রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছে।
বৃহস্পতিবারও আলোচনা চলবে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *