মধ্যপন্থার রাজনীতি হটিয়ে উগ্রবাদ ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এই ষড়যন্ত্র শুধু গণতন্ত্রের জন্য নয়, দেশের ভবিষ্যতের জন্যও বিপজ্জনক-এবং তা প্রতিহত করতেই হবে।’
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সৈয়দা ফাতেমা সালাম রচিত ‘রক্তাক্ত জুলাই’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন না হলে জাতি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং দেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কা তৈরি হবে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করাই এখন সবচেয়ে বড় প্রয়োজন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী ফেব্রুয়ারিতে সেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’
ফখরুল বলেন, ‘নির্বাচনী রোডম্যাপ রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে তৈরি করতে হবে। রাজনৈতিক মতভেদ থাকলেও, বর্তমান প্রেক্ষাপটে জনগণ বিভ্রান্ত হচ্ছে। এ বিভ্রান্তি দূর করতে দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
তিনি দাবি করেন, ‘দেশে যত রাজনৈতিক সংস্কার হয়েছে, তার সবই বিএনপির হাত ধরেই।’ তার ভাষায়, ‘জিয়াউর রহমান একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছেন।’
সরকারের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র ও চক্রান্তের’ অভিযোগ তুলে তিনি বলেন, ‘এই ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যের মাধ্যমে জনগণের কাছে পৌঁছাতে হবে।’
বিএনপির প্রতি মানুষের আস্থা রয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, ‘মানুষ পরিবর্তন চায়, এবং সেই পরিবর্তনের জন্য তারা অপেক্ষা করছে। গণতন্ত্রকে এমন পর্যায়ে নিয়ে যেতে চাই, যেখানে তা মানুষের কল্যাণে কাজ করবে।’
তিনি বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার আহ্বান জানান।