ঈদে ইয়াশ রোহানের নায়িকা মালাইকা

টাইমস রিপোর্ট
2 Min Read
ইয়াশ রোহান ও মালাইকা চৌধুরী । ছবি: সিনেমাওয়ালা

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বোন মালাইকা চৌধুরী আবারও ছোট পর্দায় আসছেন। এবার তার সহশিল্পী ইয়াশ রোহান। ‘ক্ষতিপূরণ’ নামের একটি ইউটিউব ফিল্মে দেখা যাবে তাদের। ঈদুল আজহা উপলক্ষে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে এটি।

মালাইকা চৌধুরীর প্রথম নাটক ‘সন্ধিক্ষণ’ মুক্তি পায় ২০২৪ সালের ২৬ ডিসেম্বর। এতে অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে কাজ করেন তিনি। ওই নাটকটি পরিচালনা করেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ‘ক্ষতিপূরণ’ও তিনিই বানিয়েছেন। এর চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ।

নিজের দ্বিতীয় নাটক প্রসঙ্গে মালাইকা চৌধুরী বলেন, ‘আমার প্রথম নাটক ইউটিউবে কোটিবারের বেশি ভিউ হয়েছে। দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। তাই রাজ ভাইয়া আবার অভিনয়ের প্রস্তাব দেওয়ায় নতুন কাজটি করেছি। আনন্দের বিষয় হলো, এটি ঈদের কাজ। তার নির্দেশনায় আবারও শুটিং করে ভালো লেগেছে। সহশিল্পীরা সবাই সহযোগিতা করেছেন আমাকে। আশা করি, “ক্ষতিপূরণ” আমার ক্যারিয়ারের উল্লেখযোগ্য একটি কন্টেন্ট হবে।’

‘ক্ষতিপূরণ’-এর শুটিংয়ে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ । ছবি: সিনেমাওয়ালা

গত ঈদুল ফিতরে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তোমাদের গল্প’ ইউটিউব ফিল্মটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। এর চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। আবারও তারা একসঙ্গে কাজ করলেন। এবারের কন্টেন্ট নিয়ে দুই জনই আশাবাদী।

‘ক্ষতিপূরণ’-এর গল্প আপাতত জানাতে চান না মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তবে এতে যে বার্তা আছে সেটি বললেন তিনি, ‘কোনও মা প্রতিদানের আশায় সন্তানকে ভালোবাসে না। মায়ের মমতার কোনও মূল্য হয় না। এটাই পৃথিবীর সবচেয়ে অমূল্য বিষয়।’

‘ক্ষতিপূরণ’-এ আরো অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, এমএনইউ রাজু, সমু চৌধুরী, শরিফ ফারজানা বুশরা, আইমন সিমলা, ইকবালসহ অনেকে। গত ২ মে থেকে ৭ মে পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরে এই কন্টেন্টের শুটিং হয়েছে। ইউটিউব ফিল্মটির চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ।

‘ক্ষতিপূরণ’-এ থাকছে একটি নতুন গান। এটি গেয়েছেন ও সুর-সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন রাশেদ রাব্বি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *