ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের মিত্র মিসরসহ ২১টি মুসলিম দেশ। একইসঙ্গে তারা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এবং অঞ্চলটিকে পরমাণু অস্ত্রমুক্ত রাখতে উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছে।
মিশরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা-র বরাতে আল জাজিরা ও সিএনএন এ তথ্য জানিয়েছে।
দেশগুলো বলেছে, ‘এই সংঘাত শুধু দু’দেশের নয়- পুরো অঞ্চলের ভবিষ্যৎ হুমকির মুখে ফেলতে পারে।’
এক খোলা চিঠিতে দেশগুলো এ আহ্বান জানায়। এতে স্বাক্ষর করেছে মিসর, আলজেরিয়া, বাহরাইন, ব্রুনেই, চাদ, কোমরোস, জিবুতি, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত।
চিঠিতে বলা হয়, ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই অবিলম্বে যুদ্ধবিরতি প্রয়োজন। পাশাপাশি অঞ্চলটিকে পরমাণু অস্ত্রমুক্ত রাখতে সব রাষ্ট্রকে জাতিসংঘের নন-প্রোলিফারেশন অব নিউক্লিয়ার উইপন (এনপিটি) চুক্তিতে স্বাক্ষর করার আহ্বান জানানো হয়।
রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে খোলা চিঠিতে। তারা মনে করেন, যুদ্ধ নয় সমস্যার একমাত্র সমাধান কূটনৈতিক সংলাপ।