ইরানকে সমর্থন দিয়ে ‘সংহতি দিবস’ পালনের আহ্বান

টাইমস রিপোর্ট
2 Min Read
মঙ্গলবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর শাখা আয়োজিত প্রতিবাদী সমাবেশ। ছবি: টাইমস
Highlights
  • ‘গাজাতে একবিংশ শতাব্দির সবচেয়ে বড় গণহত্যা চালিয়েছে ইসরায়েল। তাদের প্রধান মদদদাতা আমেরিকা। এদের মুখে গণতন্ত্রের বুলি, মানবাধিকারের বুলি-পুরোপুরি ভাওতাবাজি।’ 

ইরান ও ফিলিস্তিনের নিপীড়িত মানুষদের প্রতি সমর্থন জানাতে এক সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয়ভাবে একদিন ‘সংহতি দিবস’ পালনের জন্য অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে দলটির ঢাকা মহানগর শাখা আয়োজিত এক প্রতিবাদী সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘গাজাতে একবিংশ শতাব্দির সবচেয়ে বড় গণহত্যা চালিয়েছে ইসরায়েল। তাদের প্রধান মদদদাতা আমেরিকা। এদের মুখে গণতন্ত্রের বুলি, মানবাধিকারের বুলি-পুরোপুরি ভাওতাবাজি।’

অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘আমেরিকার প্রত্যক্ষ সমর্থনে ইরানে দুই সপ্তাহ ধরে হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। ফিলিস্তিনের গাজাতে তাদের হামলায় নারী-শিশুসহ ৬০ থেকে ৭০ লাখ নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। এসব বর্বরতার প্রতিবাদে শুধু বিবৃতি দেওয়া যথেষ্ট নয়। রাষ্ট্রীয়ভাবে একটি সংহতি দিবস পালন করা উচিত।’

এ সময় ফিলিস্তিন ও ইরানে হামলার পরিপ্রেক্ষিতে আরব বিশ্বের ভূমিকার সমালোচনা করেন বক্তারা। তারা বলেন, ‘জাতিসংঘ পুনর্গঠন করতে হবে। নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্রসহ সবার ভেটো ক্ষমতা তুলে দেওয়ার সময় এসেছে।’

সব রাষ্ট্রকে সমানাধিকার দিতে হবে। না হলে ছোট রাষ্ট্রগুলোর জন্য নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন হয়ে পড়বে, যোগ করেন তারা।

এ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামাল, মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, আকবর খান প্রমুখ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করেন দলটির নেতাকর্মীরা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *