ইমরান খানের মুক্তিতে ট্রাম্পের হস্তক্ষেপ চান দুই পুত্র

2 Min Read
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দু্‌ইপুত্র। ফাইল ছবি, ফেসবুক

সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতা চাইলেন তার দুই পুত্র। পাশাপাশি বিশ্ব নেতাদের কাছে একই আবেদন তাদের।  বিভিন্ন বার্তা সংস্থার খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি ইমরান খানের বিরুদ্ধে একাধিক মামলা  রয়েছে। এর মধ্যে ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ার পাশাপাশি সন্ত্রাসবিরোধী আইনেও তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

সাবেক এই ক্রিকেট তারকা ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব করেন। তিনি ছিলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রধান। দলের শীর্ষ পদে না থাকলেও এখনও পিটিআই তার তার মুক্তির জন্য আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথের আন্দোলন চালিয়ে যাচ্ছে।

সম্প্রতি ‘এক্স’ সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এক সাক্ষাৎকারে ইমরানপুত্র কাসিম খান (২৬) ও সুলেইমান খান (২৮) জানিয়েছেন, তাদের বাবা দীর্ঘদিন ধরে নিঃসঙ্গ কারাবাসে রয়েছেন।

তাদের আরও অভিযোগ, সেখানে চিকিৎসাসেবা পাচ্ছেন না ইমরান। বাইরের জগতের সঙ্গেও তার কোনো যোগাযোগ নেই। কোর্টের আদেশ অনুযায়ী, সপ্তাহে একবার কথা বলার সুযোগ থাকলেও, বাস্তবে দুই-তিন মাসে একবারই কথা হয়।

তারা বলেন, ‘ট্রাম্প প্রশাসনের প্রতি আমাদের বার্তা হচ্ছে—যে সরকার মতপ্রকাশের স্বাধীনতা ও প্রকৃত গণতন্ত্রে বিশ্বাস করে, তারা যেন আমাদের পিতার মুক্তির দাবিতে সাড়া দেয়।’

তারা ট্রাম্পের সঙ্গে সরাসরি যোগাযোগের ইচ্ছাও প্রকাশ করেছেন।

 

২০২৪ সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে পিটিআই ও সরকারের মধ্যে উত্তেজনা বাড়ে। পিটিআই ভোট কারচুপির অভিযোগ করলেও, সরকার তাদের সহিংসতা উসকে দেওয়ার জন্য দোষারোপ করে।

এছাড়া ২০২৩ সালের সে এবং ২০২৪ সালের নভেম্বরে সামরিক স্থাপনায় হামলা ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হওয়ার ঘটনাও পিটিআইকে দায়ী করা হয়।  তবে বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে দলটি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *