ইবির সাবেক প্রক্টরের বহিষ্কার ও বিচারের দাবিতে বিক্ষোভ

টাইমস ন্যাশনাল
2 Min Read
ইবির সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহববুর রহমানকে বহিষ্কার ও বিচারের দাবিতে বিক্ষোভ। ছবি: টাইমস
Highlights
  • চেয়ারের জন্য শিক্ষার্থীদের নিপীড়ন করবে এমন শিক্ষকদের খুঁজে বের করতে হবে।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আওয়ামী শাসনামলে সাজানো ক্রসফায়ার, তথাকথিত জঙ্গি নাটক, বিরোধী মতের দমন-নিপীড়ন এবং শিক্ষার্থীদের হয়রানির মূলহোতা সাবেক প্রক্টর মাহববুর রহমানকে বহিষ্কার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে একটি মিছিল বের হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করা হয়।

সমাবেশে আন্দোলনকারীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার, আওয়ামী লীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘মাহবুবের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’, ‘মাহবুব জঙ্গি, হাসিনার সঙ্গী’, ‘মাহবুবের বহিষ্কার, করতে হবে-করতে হবে’, ‘প্রক্টর মাহবুবের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

ইবি ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘বিগত শাসনামলে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়নসহ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী নির্যাতিত হয়েছে। তৎকালীন প্রক্টর মাহবুব শিক্ষার্থীদের গুমের হুমকি দিয়েছেন। নিজের স্বার্থে এমন কোনো কাজ নাই, যা তারা করতে পারে না।

প্রশাসনের উদ্দেশে বলতে চাই, যদি সামর্থ্য থাকে তাহলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেন। নইলে আপনারা চলে যান। কারণ, সন্ত্রাসী মাহবুবের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী অনিরাপদ, যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ইকসু চালু করুন। ইকসু আন্দোলন করলে দেবেন, নাকি ঠান্ডা মাথায় দেবেন সেই সিদ্ধান্ত আপনাদের। একই সঙ্গে প্রক্টর মাহবুবকে অতিদ্রুত বহিষ্কার করতে হবে। চেয়ারের জন্য শিক্ষার্থীদের নিপীড়ন করবে এমন শিক্ষকদের খুঁজে বের করতে হবে। না হলে আমরাই তাদের খুঁজে বের করব।’

‘আমার ভাই সাজিদ আব্দুল্লাহ হত্যার তদন্তের কাজ দ্রুত করতে হবে। অপরাধীদের শাস্তি নিশ্চিত, ক্যাম্পাস ডিজিটালাইজড, সব প্রক্রিয়া অনলাইনে করার ব্যবস্থা, শতভাগ আবাসিকতা নিশ্চিত করে মেধার ভিত্তিতে সিট নিশ্চিত করতে হবে বলেও দাবি করেন তিনি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *