‘ইকরি মিকরি’র বিশেষ প্রদর্শনী আলিয়ঁস ফ্রঁসেজে

টাইমস রিপোর্ট
2 Min Read
‘ইকরি মিকরি: অ্যা ওয়ার্ল্ড অব পিকচার্স বুক’ প্রদর্শনীতে শিশুরা । ছবি: আলিয়ঁস ফ্রঁসেজ

সৃজনশীল প্ল্যাটফর্ম ‘ইকরি মিকরি’ থেকে প্রকাশিত ছবিনির্ভর বইয়ের (পিকচার্স বুক) ইলাস্ট্রেশন প্রদর্শনী শুরু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ঢাকার ধানমন্ডিতে ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র আলিয়ঁস ফ্রঁসেজে এই আয়োজনের উদ্বোধন হয়।

‘ইকরি মিকরি: অ্যা ওয়ার্ল্ড অব পিকচার্স বুক’ শীর্ষক প্রদর্শনীতে প্রতিটি বইয়ের শিল্পযাত্রা ও চিত্রভাষার মাধ্যমে গল্প বলার প্রক্রিয়া উপভোগ করা যাবে। সর্বসাধারণের জন্য এটি ৭ মে পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

পিকচার্স বুক প্রদর্শনীর পাশাপাশি প্রতিদিন থাকছে নানা আয়োজন। শনিবার বিকেল ৫টায় ‘গল্প বলা, গল্প শোনা’, সন্ধ্যা ৬টায় শিল্পী, লেখক ও প্রকাশকের সঙ্গে আলাপচারিতা, ৪ মে বিকেল ৪টায় ‘গল্প বলা, গল্প শোনা’ ও ‘শব্দ থেকে ছবির কর্মশালা’ এবং সন্ধ্যা ৬টায় শিশুদের নিজের লেখা গল্প পাঠের কর্মসূচি আছে।

‘ইকরি মিকরি: অ্যা ওয়ার্ল্ড অব পিকচার্স বুক’ প্রদর্শনীর উদ্বোধনী আয়োজনে অতিথিরা । ছবি: আলিয়ঁস ফ্রঁসেজ

আগামী ৫ মে বিকেল ৪টায় অপি করিমের পরিচালনায় থাকছে ‘গল্প বলা, গল্প শোনা’। বিকেল ৫টা ৩০ মিনিটে দেওয়ান আতিকুর রহমানের পরিচালনায় রয়েছে বয়োঃজ্যেষ্ঠ শিক্ষার্থীদের জন্য ‘টাইপোগ্রাফি কর্মশালা’।

‘ইকরি মিকরি: অ্যা ওয়ার্ল্ড অব পিকচার্স বুক’ প্রদর্শনীতে শিশুরা । ছবি: আলিয়ঁস ফ্রঁসেজ

৬ মে বিকেল ৪টায় ‘গল্প বলা, গল্প শোনা’র আসর, বিকেল ৫টা ৩০ মিনিটে পঞ্চম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য হাতে-কলমে ‘বই তৈরির কর্মশালা’। সমাপনী দিন ৭ মে বিকেল ৪টায় ‘গল্প বলা, গল্প শোনা’র আসরের পর সন্ধ্যা ৭টায় নাট্যদল বটতলা’র শিশুশিল্পীদের অংশগ্রহণে ইকরি মিকরির গল্প অবলম্বনে পরিবেশন করা হবে নাটক ‘ফাংসাং’।

‘ইকরি মিকরি: অ্যা ওয়ার্ল্ড অব পিকচার্স বুক’ প্রদর্শনীতে শিশুরা । ছবি: আলিয়ঁস ফ্রঁসেজ

আয়োজকরা বলছেন, দেশীয় ভাষা, সংস্কৃতি ও গল্প বলার ঐতিহ্যের ওপর গুরুত্ব দিয়ে শিশুদের স্বপ্ন, কৌতূহল ও অভিজ্ঞতার প্রতিফলন আছে এমন দৃষ্টিনন্দন বই ও মাসিক ম্যাগাজিন প্রকাশ করে থাকে ‘ইকরি মিকরি’। প্রকাশনা সংস্থাটির স্বত্বাধিকারী মাহবুবুল হক মনে করেন, পিকচার্স বুক শিশুদের কল্পনাশক্তি ও শেখার আগ্রহ জাগিয়ে তোলে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *