সৃজনশীল প্ল্যাটফর্ম ‘ইকরি মিকরি’ থেকে প্রকাশিত ছবিনির্ভর বইয়ের (পিকচার্স বুক) ইলাস্ট্রেশন প্রদর্শনী শুরু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ঢাকার ধানমন্ডিতে ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র আলিয়ঁস ফ্রঁসেজে এই আয়োজনের উদ্বোধন হয়।
‘ইকরি মিকরি: অ্যা ওয়ার্ল্ড অব পিকচার্স বুক’ শীর্ষক প্রদর্শনীতে প্রতিটি বইয়ের শিল্পযাত্রা ও চিত্রভাষার মাধ্যমে গল্প বলার প্রক্রিয়া উপভোগ করা যাবে। সর্বসাধারণের জন্য এটি ৭ মে পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
পিকচার্স বুক প্রদর্শনীর পাশাপাশি প্রতিদিন থাকছে নানা আয়োজন। শনিবার বিকেল ৫টায় ‘গল্প বলা, গল্প শোনা’, সন্ধ্যা ৬টায় শিল্পী, লেখক ও প্রকাশকের সঙ্গে আলাপচারিতা, ৪ মে বিকেল ৪টায় ‘গল্প বলা, গল্প শোনা’ ও ‘শব্দ থেকে ছবির কর্মশালা’ এবং সন্ধ্যা ৬টায় শিশুদের নিজের লেখা গল্প পাঠের কর্মসূচি আছে।

আগামী ৫ মে বিকেল ৪টায় অপি করিমের পরিচালনায় থাকছে ‘গল্প বলা, গল্প শোনা’। বিকেল ৫টা ৩০ মিনিটে দেওয়ান আতিকুর রহমানের পরিচালনায় রয়েছে বয়োঃজ্যেষ্ঠ শিক্ষার্থীদের জন্য ‘টাইপোগ্রাফি কর্মশালা’।

৬ মে বিকেল ৪টায় ‘গল্প বলা, গল্প শোনা’র আসর, বিকেল ৫টা ৩০ মিনিটে পঞ্চম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য হাতে-কলমে ‘বই তৈরির কর্মশালা’। সমাপনী দিন ৭ মে বিকেল ৪টায় ‘গল্প বলা, গল্প শোনা’র আসরের পর সন্ধ্যা ৭টায় নাট্যদল বটতলা’র শিশুশিল্পীদের অংশগ্রহণে ইকরি মিকরির গল্প অবলম্বনে পরিবেশন করা হবে নাটক ‘ফাংসাং’।

আয়োজকরা বলছেন, দেশীয় ভাষা, সংস্কৃতি ও গল্প বলার ঐতিহ্যের ওপর গুরুত্ব দিয়ে শিশুদের স্বপ্ন, কৌতূহল ও অভিজ্ঞতার প্রতিফলন আছে এমন দৃষ্টিনন্দন বই ও মাসিক ম্যাগাজিন প্রকাশ করে থাকে ‘ইকরি মিকরি’। প্রকাশনা সংস্থাটির স্বত্বাধিকারী মাহবুবুল হক মনে করেন, পিকচার্স বুক শিশুদের কল্পনাশক্তি ও শেখার আগ্রহ জাগিয়ে তোলে।