সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করেছে—এমন একটি খবর ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছে। খবরটি ছড়িয়েছে দুবাইভিত্তিক একটি বেসরকারি ভিসা প্রসেসিং প্রতিষ্ঠানের প্রচারিত বিজ্ঞপ্তি থেকে।
‘ইউএই ভিসা ব্যান কান্ট্রিজ লিস্ট ইন ২০২৬’ শিরোনামের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডার নাগরিকরা আপাতত পর্যটক ভিসা বা কর্ম ভিসার জন্য আবেদন করতে পারছেন না।
তবে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এ বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘ইউএই পররাষ্ট্র মন্ত্রণালয় বা অভিবাসন বিভাগ থেকে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। আমি নিজে খোঁজ নিয়ে জেনেছি, এমন কোনো তথ্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও নেই।‘
রাষ্ট্রদূত বিষয়টিকে সংবেদনশীল উল্লেখ করে বলেন, ‘এটি একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রচারিত বিজ্ঞপ্তি, যা কোনো সরকারি সার্কুলার বা নির্দেশনার ভিত্তিতে নয়।‘
এদিকে স্থানীয় কিছু গণমাধ্যমে খবরটি গুরুত্ব দিয়ে প্রকাশ হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। তবে ইউএইভিত্তিক প্রবাসী সাংবাদিকরা জানিয়েছেন, তারা এ বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য তথ্য পাননি।