রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা দিচ্ছে ভারত।
দেশটি বিশেষজ্ঞ চিকৎসক, নার্স ও দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষায়িত কিছু সরঞ্জাম ঢাকায় পাঠাবে বলে জানিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহম্মদ নজরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।
বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতে ভারত এ সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সোমবার বিমান দুর্ঘটনার পরই পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে ফোন করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি জানান, মাইলস্টোন ট্র্যাডেজিতে যে কোনো প্রয়োজনে ভারত সর্বতোভাবে সাহায্য করতে প্রস্তুত বাংলাদেশকে।
এর আগে সোমবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে বিমান দুর্ঘটনায় গভীর শোক জানান। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
নরেন্দ্র মোদি বলেন, ‘ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সমর্থন ও সহায়তা দিতে প্রস্তুত।’
নরেন্দ্র মোদির এ স্ট্যাটাসের পর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তায় আগ্রহের কথা জানায়। ঢাকায় ভারতীয় দূতাবাসের একজন কর্মকর্তা বলেন, আহতদের জন্য ভারতের কোনো বিশেষায়িত চিকিৎসা সহায়তা প্রয়োজন হলে বাংলাদেশ সরকার যেন প্রয়োজনীয় তথ্য আমাদের জানায়, সে অনুরোধ জানিয়ে আমরা চিঠি দিয়েছি।
এরপর থেকে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে যোগাযোগ অব্যাহত ছিল। তারই ধারাবাহিকতায় ঢাকায় চিকিৎসক, নার্স ও বিশেষায়িত সরঞ্জাম পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করে ভারত।
ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক প্রায় এক বছর ধরেই শীতল। এর মধ্যে সংকটকালে দুই দেশের কূটনৈতিক এই যোগাযোগ কিছুটা হলেও দ্বিপাক্ষিক সম্পর্কে উষ্ণতা ছড়াবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।