আমি ‘রাজনৈতিক অপ্রচারের’ শিকার: টিউলিপ

টাইমস রিপোর্ট
3 Min Read
সাবেক 'সিটি মিনিস্টার' ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। ছবি: উইকিপিডিয়া
Highlights
  • 'আপনারা নিশ্চয়ই বুঝবেন, আমি এই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের জবাবে কিছু বলবো না। এটা শুধু হয়রানির জন্য করা হচ্ছে। আমার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ নেই।'

সাবেক ‘সিটি মিনিস্টার’ ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক বলেছেন, তার বিরুদ্ধে বাংলাদেশে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তা “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অংশ”।

অভিযোগে বলা হয়েছে, তিনি তার খালা, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে অবৈধভাবে ঢাকায় একটি প্লট গ্রহণ করেছেন।

ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, সোমবার (১৪ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ব্রিটেনের হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের এমপি টিউলিপ বলেন, ‘বাংলাদেশি কর্তৃপক্ষের পক্ষ থেকে কেউ কখনো আমার সঙ্গে যোগাযোগ করেনি। বরং তারা পুরো বিষয়টি গণমাধ্যমে প্রচার করেছে। আমার আইনজীবীরা স্বপ্রণোদিত হয়ে বাংলাদেশি কর্তৃপক্ষকে চিঠি দিলেও তারা কোনো জবাব দেয়নি।’

তিনি আরও বলেন, ‘আপনারা নিশ্চয়ই বুঝবেন, আমি এই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের জবাবে কিছু বলবো না। এটা শুধু হয়রানির জন্য করা হচ্ছে। আমার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ নেই।’

গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ঘনিষ্ঠ ৫৩ জনের বিরুদ্ধে একজন বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। শেখ হাসিনা গত বছর আগস্টে দেশ ছেড়ে চলে যান এবং তার আগে প্রতিবাদ দমনে সহিংস অভিযান চালায় সরকার।

যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে কোনো প্রত্যার্পণ চুক্তি নেই।

টিউলিপ সিদ্দিকের এক প্রতিনিধির ভাষ্য, ‘তার বিরুদ্ধে অভিযোগ আনার কোনো ভিত্তি নেই এবং ঢাকায় অবৈধভাবে জমি গ্রহণের অভিযোগটি পুরোপুরি মিথ্যা।’

টিউলিপ চলতি বছরের জানুয়ারিতে ব্রিটিশ ট্রেজারির ইকোনমিক সেক্রেটারির পদ থেকে পদত্যাগ করেন, কারণ তার বিরুদ্ধে ‘হাসিনা ঘনিষ্ঠদের কাছ থেকে সম্পত্তি গ্রহণ’ সংক্রান্ত বিতর্ক সরকারকে ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করেন।

গার্ডিয়ানের খবরে বলা হয়, ব্রিটিশ লেবার পার্টির নেতা কেয়ার স্টারমারের নৈতিকতা বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাস জানিয়েছেন, টিউলিপ সিদ্দিক কোনো নিয়ম ভাঙেননি এবং তার কোনো সম্পত্তির উৎস নিয়ে সন্দেহ করার মতো কিছু পাওয়া যায়নি। তবে, কিছু সম্পত্তি সংক্রান্ত রেকর্ড অনুপস্থিত এবং সময়ের ব্যবধানে সব বিষয়ে নিশ্চিত হওয়ার সুযোগ হয়নি বলেও জানান তিনি।

সানডে টেলিগ্রাফের তথ্য অনুযায়ী, বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগ, টিউলিপ সিদ্দিক ঢাকার কূটনৈতিক এলাকায় ৬৭০ বর্গমিটার জায়গার একটি প্লট পেয়েছেন, যা তিনি ক্ষমতাসীন পরিবারের ঘনিষ্ঠতার মাধ্যমে নিয়েছেন।

আরও বলা হয়, টিউলিপ তার খালা শেখ হাসিনাকে অনুরোধ করে ঢাকার অভিজাত এলাকায় তিনটি প্লট নিজের পরিবারের সদস্যদের— মা শেখ রেহানা, ভাই রাদওয়ান এবং ছোট বোন আজমিনার জন্য বরাদ্দ করান। বর্তমানে তারা সবাই যুক্তরাজ্যেই বসবাস করছেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *