আন্ডারটেকারের মুখোমুখি হচ্ছেন সালমান খান

টাইমস রিপোর্ট
2 Min Read

অনেক বছর ধরে ‘বিগ বস’ উপস্থাপনা করে আসছেন বলিউড তারকা সালমান খান। রিয়েলিটি শোটিতে চমকপ্রদ ঘটনা ঘটিয়ে চমকে দেন তিনি। এবারের ‘বিগ বস ১৯’ তিনি মুখোমুখি হবেন ডব্লিউডব্লিউই কিংবদন্তি আন্ডারটেকারের।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ওয়াইল্ডকার্ড কনটেস্ট্যান্ট হিসেবে বিগ বস-১৯ এ আসতে পারেন রেসলিং দুনিয়ার এই কিংবদন্তি! যদি এ খবর সত্যি হয়, তবে এটিই হবে বিগ বস ইতিহাসের অন্যতম বড় আন্তর্জাতিক কোলাবরেশন!

সালমান খানের সঞ্চালনায় ‘বিগ বস ১৯’ শুরু হচ্ছে আগামী ২৪ আগস্ট, জিওসিনেমায়। ভক্তরা যখন আনুষ্ঠানিক কনটেস্ট্যান্ট তালিকার অপেক্ষায়, তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে নানা নাম! এরই মধ্যে সবচেয়ে চমকপ্রদ খবর— আন্ডারটেকারের নাম উঠে আসা!
আন্ডারটেকার কি সত্যিই আসছেন? ডব্লিউডব্লিউই-র একাধিক সার্ভার ও ডিসকর্ড চ্যানেলে ছড়িয়ে পড়া রিপোর্ট অনুযায়ী, আন্ডারটেকারকে নভেম্বরের দিকে ওয়াইল্ডকার্ড কনটেস্ট্যান্ট হিসেবে আনা হতে পারে। যদি তা হয়, তবে ২০২৫ সালের অন্যতম বড় আন্তর্জাতিক কোলাবরেশন হতে চলেছে এটি।

আন্ডারটেকার কে? আসল নাম মার্ক ক্যালাওয়ে, তিনি ডব্লিউডব্লিউই-র ইতিহাসের এক কিংবদন্তি সুপারস্টার। ১৯৯০ সালে সারভাইভার সিরিজে প্রথম রিংয়ে নামেন আন্ডারটেকার এবং টানা তিন দশক রাজত্ব করেন রেসলিং জগতে। “দ্য ফেনম” নামে পরিচিত এই তারকা একের পর এক আইকনিক ম্যাচ উপহার দিয়েছেন দর্শকদের। ২০২০ সালে তিনি আনুষ্ঠানিকভাবে অবসর নেন, রেখে যান ৩০ বছরেরও বেশি সময়ের এক ঐতিহাসিক উত্তরাধিকার!

শুধু আন্ডারটেকার নন, টাইমস অব ইন্ডিয়া টিভির রিপোর্ট অনুযায়ী, কিংবদন্তি হেভিওয়েট বক্সার মাইক টাইসন-কেও আনার আলোচনা চলছে। জানা গেছে, তিনি অক্টোবর মাসে অতিথি হিসেবে এক সপ্তাহ থেকে দশ দিনের জন্য শোতে অংশ নিতে পারেন। নির্মাতাদের মতে, আন্তর্জাতিক তারকারা আগে বিগ বস-এর জনপ্রিয়তা বাড়াতে বড় ভূমিকা রেখেছেন, তাই এবারও সেই চেষ্টা করা হচ্ছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *