রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে ‘কবজি কাটা’ গ্রুপের কিশোর গ্যাংয়ের সদস্যরা এক পুলিশ কনস্টেবলসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুনিবিড় হাউজিং এলাকায় সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত পুলিশ কনস্টেবলের নাম আল-আমিন। ঘটনার পরই তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিন আদাবরের সুনিবিড় হাউজিংয়ের একটি গ্যারেজে দুই গ্রুপের সংঘর্ষ চলছে বলে রাতে ৯৯৯-এ টেলিফোনে খবর পায় পুলিশ। পরে আদাবর থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়।
এ সময় কিশোর গ্যাং চক্রের অভিযুক্ত মূলহোতা জনি ও রনি পুলিশের ওপর দেশীয় ধারাল অস্ত্র দিয়ে হামলা করে। দুর্বৃত্তরা একই সময় সড়কের পাশে দাঁড়ানো পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে ওই কনস্টেবলকে কুপিয়ে জখম করে।
আদাবর থানা পুলিশ জানায়, পুলিশের ওপর হামলার ঘটনায় সেনাবাহিনীর সহায়তায় যৌথ বাহিনী ওই এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। এ পর্যন্ত শতাধিক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্থানীয়রা সূত্র জানিয়েছে, ‘কবজি কাটা’ গ্রুপের কিশোর গ্যাংয়ের দলনেতা ‘কবজি কাটা আনোয়ার’ বর্তমানে কারাগারে থাকলেও অভিযোগ রয়েছে, তার অপর দুই হোতা জনি ও রনি এলাকা নিয়ন্ত্রণ করছে। বিভিন্ন সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা গ্রেপ্তার হলেও জামিনে ছাড়া পেয়ে আবারও তারা নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।