অন্তর্বতী সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে এ মিছিল হয়। রামপুরা সড়কে স্বল্প সময়ের জন্য মিছিলকারীদের দেখা যায়। পরে আর তাদের দেখা যায়নি।
মিছিলের ব্যানারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ঢাকা ১১ আসন, অঙ্গ ও সহযোগী সংগঠন লেখা ছিল।
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী তার ফেসবুকে মিছিলটির ভিডিও পোস্ট করে লিখেছেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহার আনামের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীদের আয়োজন। আজ বাড্ডা-ভাটারা-রামপুরা প্রধান সড়কে এই প্রতিবাদী মিছিল করা হয়।